বার্সেলোনার হঠাৎ ছন্দপতনে লা লিগার শিরোপা লড়াইটা বেশ জমে উঠেছে। শিরোপা জয়ের প্রবল সম্ভাবনা জেগেছে অ্যাটলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদেরও। এ লড়াইয়ে আজ দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকোকে ছাড়িয়ে বার্সেলোনার খুব কাছে চলে যাওয়ার সুযোগ থাকছে রিয়ালের সামনে। প্রতিপক্ষ পয়েন্ট তালিকার একদম তলানিতে থাকা গেটাফে। গেটাফের মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
লিগে টানা দুই ম্যাচ হারা বার্সেলোনা বর্তমানে ৩২ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। সমান ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অ্যাটলেটিকো আর ৭২ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে রিয়াল।
তিন রাউন্ড আগেও বার্সার চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে ছিল রিয়াল। তবে টানা ৩৯ ম্যাচ অপরাজিত থাকার পর বার্সেলোনা লিগে টানা দুই ম্যাচ হেরে বসলে রিয়ালের শিরোপার সম্ভাবনা জাগে। এখন যা অবস্থা তাতে বার্সা, রিয়াল ও অ্যাটলেটিকো- তিন দলের যে কেউই শিরোপা ঘরে তুলতে পারে।
বিডি-প্রতিদিন/১৬ এপ্রিল ২০১৬/ এস আহমেদ