রিয়েল এস্টেট সংস্থা আম্রপলি গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদ থেকে সরে দাঁড়ালেন টিম ইন্ডিয়ার অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। দুই পক্ষের পারস্পরিক আলোচনার মাধ্যমে ধোনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছেন গ্রুপের চেয়ারম্যান অনিল শর্মা।
তিনি জানান, ধোনি আর আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে নেই। আমরা দু’পক্ষই অনেক আলোচনার পর এমন সিদ্ধান্তে পৌঁছেছি। আমরা চাই না এতে যেনো কোনো ভাবেই ধোনির ইমেজ খারাপ হয়।
ভারতীয় গণমাধ্যমে খবর, আম্রপলি থেকে বাড়ি কেনা বাসিন্দারা সম্প্রতি এই রিয়েল এস্টেট গ্রুপটির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন। প্রায় ৮০০ বাসিন্দা বিদ্যুৎ সমস্যাসহ আরও নানাবিধ সমস্যার কথা জানান ধোনিকে। অনেকেই টুইটারের মাধ্যমে ধোনির কাছে এর সমাধান চান। এমনকি সংস্থাটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদ থেকে ধোনিকে সরে দাঁড়ানোর অনুরোধ করেন কেউ কেউ। এরপর ধোনি সংস্থাটিকে প্রতিশ্রুতি দেওয়া সকল কাজ সম্পন্ন করার অনুরোধ করেন। কিন্তু গ্রুপটি সাড়া না দেওয়ায় ব্র্যান্ড অ্যাম্বাসাডর পদ থেকে সরে দাঁড়ালেন ধোনি।
বিডি-প্রতিদিন/১৭ এপ্রিল, ২০১৬/মাহবুব