ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল'র চলমান নবম আসরে আজ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে বিকাল সাড়ে ৪টায় মুখোমুখি হবে কিংস একাদশ পাঞ্জাব ও রাইজিং পুনে সুপারজায়ান্টস। ম্যাচটি অনুষ্ঠিত হবে চণ্ডীগড়ের মোহালিতে। আর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর ও দিল্লি ডেয়ারডেভিলস। বেঙ্গালুরুতে অনুষ্ঠিত এ ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৮টায়।
এদিকে, গতরাতে অনুষ্ঠিত প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দারাবাদকে ৮ উইকেট হারায়। অপর ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৩ উইকেটে হারায় গুজরাট লায়ন্স।
বিডি-প্রতিদিন/১৭ এপ্রিল ২০১৬/শরীফ