ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে শুরু হয়েছে জহির খান আর বিরাট কোহলির লড়াই। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দিল্লি ডেয়ার ডেভিলসের অধিনায়ক জহির খান। অন্যদিকে বড় সংগ্রহের আশায় ব্যাট হাতে নেমেছে বিরাটের রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এই মাঠে মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দারাবাদের বিপক্ষে বড় ব্যবধানে জিতেছিল বিরাটের আরসিবি।
টস জিতে কেন বোলিং নিলেন? এ প্রশ্নের জবাবে জহির খান বলেন, `বিরাট কোহলি সব সময়ই রান তাড়া করার ব্যাপারে এগিয়ে থাকে। তার চেয়ে বরং তাদের রান আমরা তাড়া করবো। সেটাই সহজ।` দিল্লির স্কোয়াডে আজ ফিরছেন পেসার মোহাম্মদ শামি। জয়ন্ত যাদবের পরিবর্তে খেলবেন তিনি।
রয়েল চ্যালেঞ্জার্স দলে দুটি পরিবর্তন এসেছে। অ্যাডাম মিলনের পরিবর্তে দলে প্রবেশ করেছেন ডেভিড ওয়াইজ। আর স্টুয়ার্ট বিনির পরিবর্তে এসেছেন এস অরবিন্দ।
রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু একাদশ
ক্রিস গেইল, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, শেন ওয়াটসন, সরফরাজ খান, কেদার যাদব, পারভেজ রসুল, ডেভিড ওয়াইজ, হার্শাল প্যাটেল, ইয়ুজবেন্দ্র চাহাল এবং এস অরবিন্দ।
দিল্লি ডেয়ারডেভিলস
কুইন্টন ডি কক, স্রেয়াশ আয়ার, সাঞ্জু স্যামসন, করুণ নায়ার, জেপি ডুমিনি, কার্লোস ব্র্যাথওয়েট, ক্রিস মরিন, পবন নেগি, জহির খান, অমিত মিশ্র, মোহাম্মদ শামি।
বিডি-প্রতিদিন/১৭ এপ্রিল ২০১৬/ এস আহমেদ