পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন দেশটির সাবেক জাতীয় ক্রিকেটার ইনজামাম উল হক। এর আগে পিসিবির অনুরোধের প্রেক্ষিতে আফগানিস্তানের প্রধান কোচের দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেয়া হয়। চলতি বছরের শেষ পর্যন্ত আফগান জাতীয় ক্রিকেট দলের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন ইনজামাম। কিন্তু পাকিস্তান তাকে জাতীয় দলের নির্বাচক হিসেবে আগ্রহী দেখালে তাকে আফগান কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। খবর ডনের
ইনজামামকে অব্যাহতি দেয়া প্রসঙ্গে আফগান ক্রিকেট বোর্ডের প্রধান শফিক স্তানিকজাই গতকাল সাংবাদিকদের বলেন, 'আজ শাহরিয়ান খান [পিসিবির প্রধান] আমাকে কল করেন এবং ইনজামামকে কোচের অব্যাহতি দেয়ার অনুরোধ করেন কারণ তারা তাকে নিতে আগ্রহী।'
৪৬ বছর বয়সী ইনজামামের সফল কোচিংয়েই আফগানিস্তান ভারতে অনুষ্ঠিত সদ্য সমাপ্ত টি-২০ বিশ্বকাপের সুপার টেন পর্বে উঠতে সক্ষম হয়। শুধু তাই নয়, সুপার টেন পর্বে নিজেদের শেষ ম্যাচে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চমক দেখায় আফগানরা। টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে এটা তাদের প্রথম জয়ও বটে।
বিডি-প্রতিদিন/১৮ এপ্রিল ২০১৬/শরীফ