আইপিএল-এর নবম আসরে নিজেদের তৃতীয় ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স এর বিপক্ষে জয় পেতে হলে সানরাইজার্স হায়দরাবাদকে করতে হবে ১৪৩ রান।
সোমবার রাজীব গান্ধী স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মুস্তাফিজদের লড়াই শুরু হয়। ম্যাচটিতে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় সানরাইজার্স অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
বল করতে নেমে উদ্বোধনী ওভারে দলকে উইকেট এনে দিলেন ভুবনেশ্বর কুমার। তার পঞ্চম বলে উইকেটরক্ষক ওঝার হাতে ক্যাচ আউট হয়েছেন ওপেনার মার্টিন গাপটিল (২)।
কুমার ও বারিন্দার স্রান শুরুটা ভালো করতে পারলেও আগের দুই ম্যাচের ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি মুস্তাফিজ। নিজের প্রথম ওভারে দেন ৯ রান।
দ্বিতীয় স্পেলে বল করতে এসেও সুবিধা করতে পারেননি। নিজের দ্বিতীয় ওভারে দেন ১৩ রান। তবে তৃতীয় ওভারে ঘুরে দাঁড়ান কাটার মাস্টার। এই ওভারে মাত্র চার রান দেন।
চতুর্থ ওভারে নিজের ভাগের উইকেটটিও তুলে নেন। হার্ডিক পান্ডেকে বোল্ড করে দেন তিনি। এই ওভারে দেন ৬ রান। ফলে মোট ৪ ওভারে ৩২ রান দিয়ে একটি উইকেট পান মুস্তাফিজ।
সানরাইজার্সের বোলার বারিন্দার স্রান ও ভুবনেশ্বর দুর্দান্ত বল করেছেন। স্রান ৪ ওভারে ২৮ রান দিয়ে তিনটি উইকেট শিকার করেছেন। ভুবনেশ্বর ৪ ওভারে দিয়েছেন মাত্র ১৭ রান। তবে উইকেট পেয়েছেন একটি।
মুম্বাইর ব্যাটসম্যানরা শুরুতে জ্বলে উঠতে পারেননি। পাটেল (১০), রোহিত শর্মা (৫) ও জস বাটলার (১১) দ্রুতই মাঠ থেকে বিদায় নেন। কিন্তু ওয়ানডাউনে মাঠে নামা আমবাতি রাইদু ও ক্রুনাল পান্ডে দলের হাল ধরেন। রাইদু ৫৪ বলে ৩টি চার ও দুটি ছক্কায় ৫৪ রান করে বিদায় নিয়েছেন।
২৮ বলে ৩টি চার ও ৩টি ছক্কায় ৪৯ রান করে অপরাজিত থাকেন ক্রুনাল পান্ডে। তার ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করে মুম্বাই।
বিডি-প্রতিদিন/ ১৮ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন