এই মুহূর্তে স্লগ ওভারে আইপিএলের সেরা বোলার কে? ভারতীয় দর্শকের মতে জসপ্রিত বুমরাহ হলেও অস্ট্রেলিয়ার সাবেক তারকা ওপেনার ম্যাথু হেইডেনের মতে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।
সোমবার আইপিএলের মুম্বাই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দারাবাদ ম্যাচ চলাকালে এক জরিপ পরবর্তী মন্তব্যে তিনি একথা বলেন।
ভারতীয় প্রিমিয়ার লিগে (আইপিএল) সোমবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৭ উইকেটে জয় পায় মুস্তাফিজের সানরাইজার্স হায়দারাবাদ। এই আসরে এটি হায়দারাবাদের প্রথম জয়। ম্যাচ চলাকালে টিভিতে একটি দর্শক জরিপ চালানো হয়। সেখানে জানতে চাওয়া হয় স্লগ ওভারে সেরা বোলার কে?– মুস্তাফিজুর রহমান নাকি জসপ্রিত বুমরাহ। বুমরাহ খেলছেন মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে।
এই প্রশ্নের জবাবে দর্শক জরিপে ৫২ শতাংশ ভোট পেয়ে জয়ী হন বুমরাহ। মুস্তাফিজ পান ৪৮ শতাংশ ভোট। খেলাটা ভারতে হওয়ায় ভারতীয় বোলার বুমরাহর জয় অনেকটা নিশ্চিত ছিল। যদিও ব্যবধান খুবই সামান্য, তারপরও একমত হতে পারেননি ওই ম্যাচের ধারাভাষ্য হেইডেনের। তার মতে স্লগ ওভারে মুস্তাফিজই সেরা।
বুমরাহর বোলিংয়ের প্রতি শ্রদ্ধা রেখেই তিনি বলেন, ‘বুমরাহ ভাল বোলার; কিন্তু স্লগ ওভারে আমি মুস্তাফিজকেই এগিয়ে রাখবো। এশিয়া কাপেও আমি মুস্তাফিজের বোলিং দেখেছি। ছেলেটি দারুণ বোলিং করে। নিষ্প্রাণ উইকেটেও সে নিজেকে মেলে ধরতে পারে। ব্যাটসম্যানকে খুব দ্রুতই পড়তে পারে। দারুণ মেধাবী একজন বোলার। এত কম বয়সে এমনটা বুঝতে পারা দারুণ ব্যাপার।’
বিডি-প্রতিদিন/১৯ এপ্রিল, ২০১৬/মাহবুব