পর্যটন শহর কক্সবাজারে শুরু হয়েছে দ্বিতীয় জাতীয় সার্ফি প্রতিযোগিতা। বৃহস্পতিবার বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ সময় মন্ত্রী বলেন, সার্ফিং একটি বড় অ্যাডভেন্সার। পরিবেশ বান্ধব জলক্রীড়া সার্ফিং দেশের পর্যটন উন্নয়নে ভূমিকা রাখছে।
সার্ফার নামের সাগরযোদ্ধাদের কল্যানে এবং সার্ফিংকে আরও জনপ্রিয় করতে তথ্য মন্ত্রণালয় কাজ করবে বলে জানান তিনি।
সমুদ্র সৈকতে লাবনী পয়েন্টে বাংলাদেশ সার্ফিং এসোসিয়েশনের সভাপতি কাজী ফিরোজ রশিদ এমপি'র সভাপতিত্বে অনুষ্টিত উদ্বোধনী অনুষ্টানে মোহাম্মদ ইলিয়াছ এমপি, খোরশেদ আরা হক এমপি, কেন্দ্রীয় নারী জোটের আহবায়ক আফরোজা হক রীনা, সার্ফিং দ্য নেশনের প্রেসিডেন্ট টম বাউয়ার, জেলা জাসদ সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুলসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এ সময় মন্ত্রী বলেন, খেলাধুলা কুসংস্কার দূর করে, চিত্তকে প্রসারিত করে, মুক্ত সমাজ নির্মানে সহায়তা করে। তাই বর্তমান সরকার ক্রীড়ার উন্নয়নে কাজ করছে।
বাংলাদেশ সার্ফিং এসোসিয়েশনের আয়োজনে অনুষ্টিত তিনদিনের টুর্নামেন্টে ১০ জন মেয়েসহ ৯০ জন সার্ফার অংশ নিচ্ছে।
বিডি-প্রতিদিন/২১ এপ্রিল ২০১৬/ এস আহমেদ