আইপিএল খেলতে গিয়ে ভাষা বিড়ম্বনায় পড়েন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। ভাষা না বুঝতে পারার কারণে প্রথম দিকে তিনি টিম মিটিংয়েও অংশ নেওয়া থেকে বিরত থাকতেন। পরে অবশ্য মুস্তাফিজের জন্য একজন দোভাষী নিয়োগ দিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ।
কিন্তু দলের অধিনায়কের কথা সরাসরি দলের প্রধান বোলার বুঝবে না তা কি হয়। আর এই কারণে নিজেই বাংলা ভাষার চর্চা শুরু করে দিয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদের অস্ট্রেলিয়ান অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তবে সেটা কোনো দোভাষীর মাধ্যমে নয়, গুগল ট্রান্সলেটরে। ইংরেজি থেকে বাংলা করে।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক টুইট বার্তায় ওয়ার্নার জানান, ‘আমি ফিজের জন্য গুগল ট্রান্সলেটরের দ্বারস্ত হচ্ছি। শিখতে চেষ্টা করছি কিভাবে বাংলায় কথা বলতে হয়, হা হা। থোরা থোরা।
এদিকে, আইপিএলের গত ম্যাচগুলোর মতো আজ রাতেও গুজরাট লাওন্সের বিপক্ষে নিজের জাত চিনিয়েছেন মুস্তাফিজুর রহমান। স্লগ ওভারে বল করেও ৪ ওভারে দিয়েছেন মাত্র ১৯ রান। পেয়েছেন মূল্যবান একটি উইকেট।
বিডি-প্রতিদিন/২১ এপ্রিল, ২০১৬/মাহবুব