ওয়েস্ট ইন্ডিজে চলমান ত্রিদেশীয় ওডিআই সিরিজের সপ্তম ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। বার্বাডোজের ব্রিজটাউনের কেনসিংটন ওভালে সিরিজের এ ম্যাচটি অনুষ্ঠিত হবে। জিএমটি ১৭টায় ম্যাচটি শুরু হবে। ৭ জুন অনুষ্ঠিত তৃতীয় ম্যাচে সাউথ আফ্রিকা ৪৭ রানের বড় জয় পায় অজিদের বিপক্ষে।
বিডি-প্রতিদিন/১৯ জুন ২০১৬/শরীফ