বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পূর্বঘোষিত সময়েই শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। অর্থাৎ ঘরোয়া ক্রিকেটের জমজমাট টি-টোয়েন্টি বিপিএল আগামী ৬ নভেম্বর শুরু হবে। আজ রবিবার বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন একথা জানান।
বিসিবি সভাপতি বলেন, ‘অন্যান্য সিদ্ধান্তের সাথে আমরা আমাদের ঘরোয়া টি-টোয়েন্টি আসর বিপিএলের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। এ বছরের ৬ নভেম্বর মাঠে গড়াবে বিপিএল। আগেই আমরা এসব জানিয়েছি। এখন শুধু তারিখটা ঠিক করলাম।’
২০১২ সালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় বিপিএল। এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে এর চতুর্থ আসর।
বিডি-প্রতিদিন/ ১৯ জুন, ২০১৬/ আফরোজ