জাতীয় ক্রিকেট দলের নির্বাচক পদে দায়িত্বে থাকা জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে নারী ক্রিকেট দলের নির্বাচক পদে দায়িত্ব দেওয়া হয়েছে। রবিবার বোর্ড সভায় বিষয়টি চূড়ান্ত হয়েছে।
জাতীয় দলের নির্বাচক কমিটিতে হাবিবুল বাশার সুমনের জায়গায় আসছেন সাজ্জাদুল আহমেদ শিপন। বয়স ভিত্তিক দলের দায়িত্ব পালন করা শিপনকে অনেকটা বড় দায়িত্বে বসিয়েছে বোর্ড। নারীদের দায়িত্ব একাই সামলাবেন হাবিবুল বাশার।
তবে বিসিবিতে যে তার অবনমন হয়েছে তা বলাই যায়। এছাড়া বয়সভিত্তিক দলের দায়িত্বে নতুন করে যুক্ত হয়েছেন জাতীয় দলের দুই প্রাক্তন ক্রিকেটার হান্নান সরকার ও হাসিবুল হোসেন শান্ত। এছাড়া পূর্বেই বয়সভিত্তিক দলে রয়েছেন এহসানুল হক সেজান।
বিডি-প্রতিদিন/এস আহমেদ