ওয়েস্ট ইন্ডিজে চলমান ত্রিদেশীয় ওডিআই সিরিজের অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বার্বাডোজের ব্রিজটাউনের কেনসিংটন ওভালে সিরিজের সপ্তম এ ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
টসে জিতে প্রথমে দক্ষিণ অাফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। প্রোটিয়ারা ব্যাট করতেও নামে। তবে প্রথম ওভারে ৮ রান সংগ্রহ করার পরই ম্যাচে বৃষ্টি হানা দেয়। ফলে কয়েক দফা বৃষ্টিতে ম্যাচটি আর মাঠে গড়ায়নি।
উল্লেখ্য, সিরিজের পরবর্তী ম্যাচ আগামীকাল একই ভেন্যুতে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/২০ জুন ২০১৬/শরীফ