ছয় মাস পর আবারও বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ফিরেছেন পেসার রুবেল হোসেন। তার পুনর্বহালের ব্যাপারটির বোর্ড অনুমোদন দিয়েছে বলে রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগে, পুর্নবাসন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েন তিনি।
গত বছর 'এ' দলের হয়ে ভারত সফরে গিয়ে ইনজুরিতে পড়েন রুবেল। এরপর সম্পূর্ণ সুস্থ না হয়েই অংশ নেন বিপিএলে। এতে তার চোট আরো বেড়ে যায়। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিস করেন ডানহাতি এই পেসার। তখনই তার অনিয়মের বিষয়টি সবার সামনে আসে। বিসিবি একাডেমির স্টুয়ার্ট কারপিনেন ই-মেইলে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে রুবেলের অনিয়মের বিষয়টি জানান।
ই-মেইলে তিনি জানান, রুবেল পুর্নবাসন প্রক্রিয়ায় নিয়ম অনুসরণ করেননি। হাথুরুসিংহে বোর্ড সভাপতিকে বিষয়টি জানালে রুবেলকে চুক্তি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় বোর্ড।
বিডি-প্রতিদিন/২০ জুন, ২০১৬/মাহবুব