আগের ম্যাচেই সেঞ্চুরি পেতে পারতেন, কিন্তু মোহামেডানের দেওয়া টার্গেট টপকে যাওয়ায় ৮৬ রানে অপরাজিত থেকেই মাঠ ছাড়তে হয় প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের ব্যাটসম্যান রকিবুল হাসানকে। তবে শনিবার না হলেও সোমবার ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ঠিকই সেঞ্চুরি তুলে নিয়েছেন দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
সোমবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সুপার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ৯৫ বলে ১০টি চারে সাহায্যে সেঞ্চুরি পূর্ন করেন রকিবুল। যদিও এনামুল হক জুনিয়রের পরের বলেই ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন এ ডানহাতি ব্যাটসম্যান।
এদিকে, সেঞ্চুরি হাঁকানের সুবাদে চলতি মৌসুমে ৬৫২ রান নিয়ে শীর্ষে থাকা আব্দুল মজিদকে পেছনে ফেলে টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার এখন রকিবুল হাসান। ১৫ ম্যাচে তার সংগ্রহ ৬৫৩ রান। রকিবুলের শতকের দিনে বড় সংগ্রহের পথেই হাটছে প্রাইম দোলেশ্বর। ৪০ ওভারের খেলা শেষে তাদের সংগ্রহ তিন উইকেটে ২৩৮ রান।
বিডি-প্রতিদিন/২০ জুন, ২০১৬/মাহবুব