স্লোভাকিয়ার বিপক্ষে মূল খেলোয়াড়দের বসিয়ে রাখার মাশুল দিয়েছে ইংল্যান্ড। তাদের হোঁচট খাওয়ার দিনে দারুণ এক জয়ে ‘বি’ গ্রুপের সেরা দল হিসেবে ইউরো চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোয় পৌঁছেছে ওয়েলস।
সোমবার রাতে গ্রুপে নিজেদের শেষ ম্যাচে রাশিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দেয় প্রথমবারের মতো ইউরোয় খেলতে আসা ওয়েলস। একই সময়ে ইংল্যান্ড ও স্লোভাকিয়ার মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়।
তুলুজে অ্যারন রামজি ও নেইল টেইলরের গোলে ২০ মিনিটের মধ্যে ২-০ গোলে এগিয়ে যায় ওয়েলস। দলের জয় রাঙিয়ে রাখায় অবদান রাখেন বর্তমানের অন্যতম সেরা তারকা গ্যারেথ বেলও। ৬৭তম মিনিটে দারুণ এক গোলে সমর্থকদের উল্লাসে মাতান তিনি।
হেরে গেলে ইংল্যান্ডের জন্য পরিস্থিতি আরও খারাপ হতে পারত। কিন্তু প্রতিপক্ষের আক্রমণের ঝাপটা সামলে সেভাবে গোলের সুযোগই তৈরি করতে পারেনি স্লোভাকিয়া।
৭৩তম মিনিটে ম্যাচের সহজতম সুযোগ নষ্ট করেন ড্যানিয়েল স্টারিজ। গোল পেতে ছয় গজ বক্সে মাত্র একটা টোকা দরকার ছিল, তাও দিতে পারেননি তিনি।
এই ড্রয়ে তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করল ইংল্যান্ড। শীর্ষস্থান নিশ্চিত করা ওয়েলসের পয়েন্ট ৬।
৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে নকআউট পর্বে খেলার আশা বাঁচিয়ে রাখলো স্লোভাকিয়া। ছিটকে পড়া রাশিয়ার পয়েন্ট ১।
বিডি-প্রতিদিন/ ২১ জুন ১৬/ সালাহ উদ্দীন