আগেই চূড়ান্ত ছিল, কিন্তু আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। অবশেষে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়ে দিলেন তিতেই হচ্ছেন ব্রাজিলের নতুন কোচ। তিনি কার্লোস দুঙ্গার স্থলাভিষিক্ত হবেন। তবে শিগগির তিনি দায়িত্ব পাচ্ছেন না।
আগামী আগস্টে ব্রাজিলে অনুষ্ঠিতব্য রিও দে জেনেইরো অলিম্পিকে নেইমারদের কোচ হিসেবে কাজ করবেন রজেরিও মিকালে। এরপর আগামী সেপ্টেম্বরে রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বে একুয়েডরের বিপক্ষে ম্যাচে প্রথমবারের মতো ব্রাজিলের ডাগ আউটে থাকবেন তিতে।
যুক্তরাষ্ট্রে চলমান শতবর্ষী কোপা আমেরিকার গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার পর ব্রাজিলের কোচের পদ থেকে দ্বিতীয়বারের মতো দুঙ্গাকে সরিয়ে দেওয়া হয়। এর পরপরই তিতের সঙ্গে আলোচনা করে তারা। দেশটির গণমাধ্যম তাকে কোচ করার সিদ্ধান্তের কথা জানালেও নীরব ছিলেন সিবিএফ।
সাও পাওলোর সবচেয়ে বড় ক্লাব করিন্থিয়ান্সকে ২০১১ ও ২০১৫ সালে ব্রাজিলের শীর্ষ লিগ জিতিয়েছেন ৫৫ বছর বয়সী তিতে। ২০১২ সালে প্রথমবারের মতো জিতিয়েছেন কোপা লিবের্তাদোরেস ও ওয়ার্ল্ড ক্লাব কাপ।
বিডি-প্রতিদিন/২১ জুন, ২০১৬/মাহবুব