ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) চতুর্থ আসরে জ্যামাইকা তালাওয়াসের হয়ে মাঠ মাতাতে দেখা যাবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনাপত্তিপত্র পাওয়ায় আগামী ২৬ জুন রাতে তিনি দেশ ছাড়বেন।
এবারের সিপিএলের খেলোয়াড় ড্রাফট থেকে ১ লাখ ১০ হাজার ডলারে সাকিব কিনে নেয় জ্যামাইকা তালাওয়াস। প্লেয়ার ড্রাফটে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, মাহামুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার আর ইমরুল কায়েসের নাম থাকলেও তাদের প্রতি আগ্রহ দেখায়নি কেউ।
এর আগে, ২০১৩ সালে সিপিএলের প্রথম আসরে সাকিব খেলেছিলেন বারবাডোজের ট্রাইডেন্টসের হয়ে। তবে, পরেরবার বোর্ডের অনুমতি পাওয়া নিয়ে ঝামেলা থাকায় খেলতে পারেননি তিনি।
জ্যামাইকার দলে সাকিবদের সঙ্গে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দানব ক্রিস গেইল, লঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারা, পেসার লাসিথ মালিঙ্গা, ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল আর পাকিস্তানের ইমাদ ওয়াসিম।
বিডি-প্রতিদিন/২১ জুন, ২০১৬/মাহবুব