চলমান উয়েফা ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপে ভালো পারফরম্যান্সের মাধ্যমে ফ্রান্স জাতীয় ফুটবল দল পুরো জাতিকে ঐক্যবদ্ধ ও ২০১০ বিশ্বকাপ ফুটবলের পর ফরাসিদের মাঝে হারিয়ে যাওয়া বন্ধন পুনরায় ফিরিয়ে অানতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক স্ট্রাইকার থিয়েরি অঁরি। ইউরো ২০১৬'র আজকের ফাইনাল ম্যাচ সামনে রেখে বিবিসিকে এক সাক্ষাৎকারে একথা বলেন অঁরি। আজ রাত ১টায় ইউরোর ফাইনালে মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও পর্তুগাল।
সাক্ষাৎকারে থিয়েরি অঁরি বলেন, 'আমরা পুনরায় একটি দল পেয়েছি। দেশের মানুষ এর সঙ্গে সম্পর্কিত হতে পারছে। সবকিছু পুনরায় ট্রেকে ফিরেছে। আপনাদের চোখে পড়বে যে তা ফুটবল ও স্পোর্টস ছাড়িয়ে গেছে।'
দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০১০ বিশ্বকাপ ফুটবলে গ্রুপের তলানিতে থেকে বিদায় নিয়েছিল ফ্রান্স। এ প্রসঙ্গে অঁরি বলেন, '৬ বছর আগে সবাই আমাদের দলটিকে দেখে হাসতো। আমরা কতদূর এসেছি তা দেখাতে এখন আমাদের অবশেষে এই ট্রফিটা দরকার।'
উল্লেখ্য, সেমিফাইনালে ফ্রান্স বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ২-০ গোলে এবং পর্তুগাল পেনাল্টি শুটঅাউটে ওয়েলসে ৫-৪ গোলে হারিয়ে ফাইনালে উঠে। ফ্রান্স এখন পর্যন্ত ২ বার ইউরো জিততে পারলেও পর্তুগালের জন্য তা এখনো অধরা রয়ে গেছে। ফ্রান্স ২০০০ ও ১৯৮৪ সালে ইউরো শিরোপা জেতে।
বিডি-প্রতিদিন/১০ জুলাই ২০১৬/শরীফ