বৃষ্টির কারণে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) জ্যামাইকা তালাওয়াস ও বার্বাডোজ ট্রাইডেন্টস ম্যাচে দুই দলকে ১ পয়েন্ট করে নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। কিন্তু বৃষ্টি ভেজা ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলেছেন জ্যামাইকার ওপেনার ক্রিস গেইল। মাত্র ২০ বলে করেছেন ৪৭ রান। যাতে ছিলো ৫টি ছক্কার সঙ্গে ২টি চারের মার।
বৃষ্টির কারণে এদিন খেলা শুরু হয় নির্ধারিত সময়ের আড়াই ঘণ্টা পর। ২০ ওভারের ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ১২ ওভারে। টস হেরে ব্যাট করতে নামা জ্যামাইকা গেইলের তাণ্ডবে ১০ ওভারে ২ উইকেটে ১১৬ রান তোলার পরই আবার হানা দেয় বৃষ্টি। যে বৃষ্টিতে আর একটি বলও মাঠে গড়ায়নি, দুই দলকে পয়েন্ট ভাগাভাগি করে দেওয়া হয়।
এদিন গেইলের ৪৭ রান ছাড়াও কুমার সাঙ্গাকারা ১৪ বলে ২৫ ও চাঁদউইক ওয়ালটন ২১ বলে ২৫ রান করেন। বেরসিক বৃষ্টির কারণে জ্যামাইকার বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান ব্যাটিংয়ে নামার সুযোগ পাননি।
বিডি-প্রতিদিন/ ১২ জুলাই ১৬/ সালাহ উদ্দীন