দেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া রিও অলিম্পিকের স্কোয়াড থেকে ছিটকে গেলেন দগলাস কস্তা। ঊরুর চোটের কারণে ব্রাজিলের অলিম্পিক দল থেকে সরে দাঁড়ান বায়ার্ন মিউনিখের এই ফরোয়ার্ড।
কোপা আমেরিকার আসরে খেলা হয়নি নেইমারের। দলও ছিটকে পড়েছিল গ্রুপপর্ব থেকেই। বার্সেলোনার সঙ্গে চুক্তি অনুযায়ী কোপা আমেরিকার শতবর্ষী আসরে খেলতে না পারলেও অলিম্পিকে দলকে নেতৃত্ব দিবেন ২৪ বছর বয়সী নেইমার।
অলিম্পিক ফুটবলের নিয়ম অনুযায়ী অনূর্ধ্ব-২৩ বয়সের খেলোয়াড়দের সঙ্গে তিনজন সিনিয়র ফুটবলার অংশ নিতে পারেন। ব্রাজিলের ঘোষিত দলে নেইমার ছাড়া সিনিয়র বাকি দু’জন ছিলেন পালমেইরার গোলরক্ষক ফার্নান্দো প্রাস (৩৭ বছর) এবং বায়ার্ন মিউনিখের দগলাস কস্তা (২৫ বছর)। তবে, বাঁ ঊরুর চোটের কারণে এবার স্কোয়ার্ড থেকে নিজেকে সরিয়ে নিলেন কস্তা।
কস্তার প্রসঙ্গে বায়ার্নের সভাপতি কার্ল-হেইঞ্জ রুমেনিগে জানান, ‘ব্যাপারটি আসলেই দুঃখজনক। আমরা সবাই চেয়েছিলাম কস্তা তার দেশের হয়ে দেশের মাটিতে অলিম্পিক গেমসে খেলুক। কিন্তু তার স্বাস্থ্য আর ফিটনেস সবার আগে গুরুত্ব পাবে।’
আগামী ০৫ আগস্ট থেকে শুরু হবে অলিম্পিকের জমজমাট আসরটি। তবে ফুটবলের লড়াই শুরু হয়ে যাবে তার আগের দিন।
বিডি-প্রতিদিন/১২ জুলাই, ২০১৬/মাহবুব