শ্রীলঙ্কা সফরে আট-ঘাট বেধেই নামছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তাইতো কিংবদন্তি লঙ্কান স্পিনার মুত্তিয়া মুরালিধরনকে বোলিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে অজিরা।
এক সপ্তাহ আগে অজিরা শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় অনুশীলন শুরু করেছে। এর আগে, পাল্লেকেলেতে প্রথম টেস্ট শুরুর আগে ব্রিসবেনে কিছু ক্রিকেটারের সঙ্গে কাজ করেছেন লঙ্কান সাবেক ব্যাটসম্যান থিলান সামারাবিরা, যিনি ব্রিসবেন জাতীয় ক্রিকেট একাডেমির কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।
মুরালিকে দলে নেওয়া প্রসঙ্গ স্মিথ বলেন, ‘শ্রীলঙ্কায় মুরালির অনেক অভিজ্ঞতা রয়েছে। তার কাছে উইকেটের পাহাড় আছে। তাই তার মতো তারকার কাছ থেকে শিখতে পারাটা দারুণ হবে। তিনি এই সিরিজে আমাদের স্পিনারদের নিয়ে কাজ করছেন।
এর আগেও অস্ট্রেলিয়ার স্পিনারদের নিয়ে কাজ করেছেন মুরালি। ২০১৪ সালে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে তখন নাথান লিওন ও স্টিভ ও’কিফের বোলিং পরামর্শক হিসেবে কাজ ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারী এই বোলার। এবারও তারা দলের সঙ্গে রয়েছেন।
২৬ জুলাই দু’দলের মধ্যে প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/১৪ জুলাই, ২০১৬/মাহবুব