স্পট ফিক্সিংয়ের কারণে ৫ বছরের নিষেধাজ্ঞা শেষে আজ আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন পাকিস্তানি তরুণ পেসার মোহাম্মদ আমির। আজ লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামছেন ২৩ বছর বয়সী আমির। আন্তর্জাতিক ক্রিকেটে তার পুনরায় ফেরা নিয়ে পক্ষে বিপক্ষে মতামত ব্যক্ত করেছেন অনেকে।
ইংলিশ ক্রিকেটার কেভিন পিটারসেন ও গ্রায়েম সোয়ান আমিরের পুনরায় ফেরায় সমালোচনায় মুখরিত হলেও তার প্রতি সমর্থন ব্যক্ত করেছেন ক্রিকেট ঈশ্বরখ্যাত শচীন টেন্ডুলকার। স্পট ফিক্সিংয়ের কারণে নিষেধাজ্ঞা ও সাজা খাটার প্রেক্ষিতে আমির পুনরায় আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার দাবি রাখে বলে নিজের অনুভূতি ব্যক্ত করেন শচীন। তার ভাষায়, 'আমির তার কৃতকর্মের জন্য সাজা ভোগ করেছে। তাই তার ফেরায় কোনো সমস্যা থাকার কথা নয়।' ইএসপিএনক্রিকোইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি।
সাক্ষাৎকারে শচীন বলেন, 'যারা তাকে [আমির] শাস্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল তারা তা করেছে এবং সে সাজা খেটেছে। তাই তার জন্য পুনরায় ক্রিকেটে ফেরাটা ঠিক। মাইকেল এথারটনের সঙ্গে তার একটা সাক্ষাৎকার আমি দেখেছি। এতে তাকে বেশ পরিপক্ক ব্যক্তি মনে হয়েছে।'
এদিকে, কেভিন পিটারসেন মনে করেন, ক্রিকেটে ফেরার জন্য দ্বিতীয়বার সুযোগ পাওয়ার যোগ্য না আমির। আর গ্রায়েম সোয়ানের মত, 'আমিরকে পুনরায় লর্ডসের টার্ফে দেখতে পেলে তিনি অসুস্থ বোধ করবেন।' খবর ইন্ডিয়া টুডে'র
বিডি-প্রতিদিন/১৪ জুলাই ২০১৬/শরীফ