স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক মিসবাহ উল হক। লন্ডনের লর্ডসে আজ থেকে এ টেস্ট শুরু হয়েছে। আজকের ম্যাচে পাকিস্তান তিনজন বামহাঁতি পেসার নিয়েছেন। এর মধ্যে আছেন মোহাম্মদ আমিরও যিনি স্পট ফিক্সিংয়ের কারণে ৫ বছরের নিষেধাজ্ঞা ও জেল খেটে পুনরায় আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন। বাকি ২ জন হলেন ওয়াহাব রিয়াজ ও রাহাত আলী।
পাকিস্তানের হয়ে ওপেনিং করছেন মোহাম্মদ হাফিজ ও শান মাসুদ। শেষ খবর পর্যন্ত দিনের প্রথম সেশনের খেলায় ৩ ওভার শেষে ২ রান করেছে সফরকারীর।
উল্লেখ্য, ২২ জুলাই থেকে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে শুরু হবে দ্বিতীয় টেস্ট ম্যাচ।
বিডি-প্রতিদিন/১৪ জুলাই ২০১৬/শরীফ