ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজের লর্ডনে চলমান প্রথম টেস্টের প্রথম দিন শেষে সফরকারী পাকিস্তান ৬ উইকেট হারিয়ে ২৮২ রান তুলেছে। এর পেছনে বড় ভূমিকা রেখেছেন পাকিস্তানি অধিনায়ক মিসবাহ উল হক। দিন শেষে ১১০ রানে অপরাজিত ছিলেন তিনি। পাকিস্তানের হয়ে টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেকেই সেঞ্চুরি করলেন তিনি। এছাড়া ওপেনার মোহাম্মদ হাফিজ ৪০ রান ও অাসাদ শফিক করেন ৭৩ রান।
আর ইংল্যান্ডের হয়ে ক্রিস ওকস ৪টি উইকেট নিয়েছেন। এছাড়া স্টুয়ার্ট ব্রড ও বল ১টি করে উইকেট নেন।
গতকাল টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক মিসবাহ উল হক। ২২ জুলাই থেকে ওল্ড ট্রাফোর্ডে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
বিডি-প্রতিদিন/১৫ জুলাই ২০১৬/শরীফ