নিজেদের মাটিতে অান্তর্জাতিক ক্রিকেট পুনরায় উজ্জীবিত করার প্রচেষ্টার অংশ হিসেবে চারটি বুলেটপ্রুফ বাস কিনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। নিরাপত্তা নিয়ে বিদেশি দলগুলোর উদ্বেগ লাঘব ও তাদেরকে পুনরায় দেশটিতে সফর করার ব্যাপারে আশ্বস্ত করতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে পিসিবির একজন মুখপাত্র ইএসপিএনক্রিকোইনফোকে জানিয়েছেন। খবর রয়টার্সের
২০০৯ সাল থেকে পাকিস্তানে কোনো আন্তর্জাতিক ক্রিকেট হচ্ছে না। যদিও গত বছর জিম্বাবুয়ে সীমিত ওভারের ক্রিকেট ম্যাচ খেলে গেছেন দেশটিতে। ওই বছর লাহোরে শ্রীলংকা ক্রিকেট দলকে বহনকারী বাসে হামলা চালিয়েছিল সন্ত্রাসীরা। এতে ছয় লংকান খেলোয়াড় আহত এবং ছয়জন নিরাপত্তা সদস্য ও দু'জন বেসামরিক ব্যক্তি মারা গিয়েছিল। এরপর থেকেই দেশটিতে আর কোনো বিদেশি দল খেলতে যায়নি। পরিবর্তে পাকিস্তানের হোম সিরিজগুলো সংযুক্ত আরব আমিরাতে হচ্ছে।
বুলেটপ্রুফ বাস কেনা প্রসঙ্গে ওই মুখপাত্র বলেন, 'আমাদের দেশে আন্তর্জাতিক ক্রিকেট উজ্জীবিত করার প্রচেষ্টার অংশ হিসেবে ওই চারটি কোস্টার বাস কেনা হয়েছে।'
বিডি-প্রতিদিন/১৫ জুলাই ২০১৬/শরীফ