৬৩০তম ইংলিশ ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের টেস্ট ক্যাপ পরা অ্যালিস্টার কুক এখন টেস্ট ইতিহাসের সফলতম ওপেনার। রানের দিক থেকে ইংল্যান্ড অধিনায়ক ছাড়িয়ে গেছেন সর্বকালের সেরা ওপেনারদের একজন বলে বিবেচিত সুনিল গাভাস্কারকে।
লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে গাভাস্কারকে ছাড়িয়ে যান কুক। মোহাম্মদ আমিরের বলে বোল্ড হওয়ার আগে এদিন ৮১ রান করেছেন তিনি। ওপেনার হিসেবে তার রান ৯ হাজার ৬৩০। ওপেনিংয়ে গাভাস্কার করেছেন ৯ হাজার ৬০৭ রান।
গাভাস্কার ওই রান করেছিলেন ২০৩ ইনিংস খেলে। তাকে টপকাতে কুকের অবশ্য লেগেছে ১৬ ইনিংস বেশি। দু'জনই অপরাজিত থেকেছেন সমান ১২ বার। ওপেনার হিসেবে গাভাস্কারের গড় ৫০.২৯, কুকের ৪৬.৫২।
ওপেনিংয়ে ৯ হাজার রান আছে আর কেবল গ্রায়েম স্মিথের। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ওপেনার হিসেবে করেছেন ৯ হাজার ৩০ রান।
রান সংখ্যায় শীর্ষস্থান হারালেও ওপেনার হিসেবে করা শতকের সংখ্যায় এখনও সবার ওপরে গাভাস্কার। ক্যারিয়ারে ৩৪ টেস্ট শতকের ৩৩টিই ভারতীয় কিংবদন্তি করেছেন ওপেনিংয়ে। বাকি শতকটি চার নম্বরে খেলা তার একমাত্র ইনিংসে। ১৯৮৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চেন্নাইতে সেই ইনিংসে গাভাস্কার করেছিলেন অপরাজিত ২৩৬ রান।
ওপেনিংয়ে কুকের শতক ২৬টি। ক্যারিয়ারের বাকি দুটি শতক তিনি করেছেন ৩ নম্বরে। ওপেনার হিসেবে কুকের চেয়ে বেশি শতক আছে গ্রায়েম স্মিথ (২৭) ও অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেনের (৩০)।
বিডি-প্রতিদিন/এস আহমেদ