পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার চার ম্যাচ টেস্ট সিরিজের লর্ডসে চলমান প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা চলছে এখন। পানি বিরতি পর্যন্ত স্বাগতিক ইংল্যান্ড ২ উইকেট হারিয়ে ৪২ রান তুলেছে। ফলে এই টেস্টে জয়ের জন্য এখনো তাদের দরকার ২৪১ রান। এর আগে পাকিস্তান তাদের দ্বিতীয় ইনিংসে সবকটি উইকেট ২১৫ রান তুলতে সক্ষম হয়। আর তাদের প্রথম ইনিংসের সংগ্রহ ছিল ৩৩৯ রান।
স্বাগতিক ইংল্যান্ড পাকিস্তানের প্রথম ইনিংসের ৩৩৯ রানের জবাবে তাদের প্রথম ইনিংসে ২৭২ রান তুলতে সক্ষম হয়। ফলে পাকিস্তান ৭৭ রানের লিড নিয়ে তাদের দ্বিতীয় ইনিংস শুরু করেছিল। এর ফলে সফরকারীরা দ্বিতীয় ইনিংসে ২১৫ রান তোলায় স্বাগতিকদের জয়ের জন্য টার্গেট দাঁড়ায় মোট ২৮৩ রান। ইংল্যান্ডের হয়ে জো রুট ৯ রান ও জেমস ভিন্স ১৩ রান নিয়ে এখন ক্রিজে আছেন।
বিডি-প্রতিদিন/১৭ জুলাই ২০১৬/শরীফ