বেশ কিছুদিন ধরেই ইউরোপে পাড়ি জমানোর জোর গুঞ্জন চলছিল তার। আর সেটাকে আরও স্পষ্ট করলেন তিনি নিজেই। বললেন, খুব শিগগিরই নিজের ভবিষ্যৎ ঠিকানা ঘোষণা করবেন। আর তার এমন বিস্ফোরক বক্তব্যে নড়েচড়ে বসেছে ইউরোপিয়ান জায়ান্টরা। বলা হচ্ছে, ব্রাজিলের উদীয়মান সান্তাস ফরোয়ার্ড গ্যাব্রিয়েল বারবোসার কথা।
গোল ডটকম জানায়, ইতিমধ্যে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা, ইংলিশ জায়ান্ট আর্সেনাল ও চেলসির মতো বিশ্বমানের ক্লাবগুলো গ্যাব্রিয়েলকে টানতে প্রতিযোগিতায় নেমেছে। স্প্যানিশ গণমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, তরুণ এ বিস্ময়কে দলে ভেড়াতে প্রস্তুতি নিচ্ছে বার্সা। তার খেলা দেখতে নাকি এরই মধ্যে ব্রাজিলে উড়াল দিয়েছেন ক্লাবের টেকনিক্যাল ডিরেক্টর রবার্ট ফার্নান্দেজ।
গত ১৬ জুলাই পোন্টে প্রেতার বিপক্ষে ৩-১ গোলে জয়ের পর পরবর্তী গন্তব্যের ইঙ্গিত দেন সান্তোস ফরোয়ার্ড। তিনি সাংবাদিকদের বলেন, ‘এখানে আমি যেন শেষ ম্যাচই খেলে ফেলেছি। শিগগিরই আপনারা কিছু জানতে পারবেন।’
এদিকে, নিজের অফিসিয়াল ইন্সটাগ্রাম পেজে একটি ছবি পোস্ট করে গ্যাব্রিয়েল ক্যাপশনে লেখেছেন, ‘সান্তোস আমার জীবন। মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমাকে ভালোবেসে যাব।’
বিডি-প্রতিদিন/১৮ জুলাই, ২০১৬/মাহবুব