ইনজুরির কারণে ইংল্যান্ড-পাকিস্তান লর্ডস টেস্টে স্কোয়াড ছিলেন না। পাকিস্তানও টেস্টটি জিতেছে ৭৫ রানে। তবে দ্বিতীয় টেস্টে ওল্ড ট্রাফোর্ডে ফিরছেন টেস্ট ও ওয়ানডেতে ইংলিশদের হয়ে সর্বকালের সর্বোচ্চ উইকেটশিকারি জেমস অ্যান্ডারসন।
দ্বিতীয় টেস্টের জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইংলিশ ক্রিকেট বোর্ড। এই দলে অ্যান্ডারসনের পাশাপাশি ফিরেছেন ইনজুরির কারণে লর্ডস টেস্ট খেলতে না পারা অলরাউন্ডার বেন স্টোকসও। তবে চমক হিসেবে দলে নেওয়া হয়েছে লেগ স্পিনার আদিল রশীদকে।
ধারণা করা হচ্ছে, লর্ডস টেস্টে পাকিস্তানি পেসার ইয়াসির শাহের ১০ উইকেট এবং ইংলিশ স্পিনার মঈন আলীর ফর্মহীনতায় তাকে স্কোয়াডে অন্তভুক্ত করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৯ জুলাই, ২০১৬/মাহবুব