অবশেষে ভিসা জটিলতা কেটে যাওয়ায় আজ ইংল্যান্ডের উদ্দেশ্যে রওয়না দেওয়ার কথা কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের। সফরে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট দল সাসেক্সের হয়ে ৭টি ম্যাচ খেলার সুযোগ পাবেন তিনি। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল ২১ জুলাই বৃহস্পতিবার। এরপর যথাক্রমে ২২, ২৪, ২৭, ২৮, ৩০ জুলাই ও ২ আগস্ট। তবে সাসেক্স যদি নকআউট পর্বের টিকিট পায় তাহলে মুস্তাফিজের ম্যাচের সংখ্যা বাড়বে। নিচে এক নজরে দেখা নেওয়া যাক মুস্তাফিজের টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচের সময়সূচি।
টি-টোয়েন্টি ম্যাচের সময়সূচি :
২১ জুলাই রাত ১২টা এসেক্স
২২ জুলাই রাত ১১.৩০টা সারে
২৮ জুলাই রাত ১১.৩০টা গ্লামরগান
ওয়ানডে ম্যাচের সময়সূচি :
তারিখ বাংলাদেশ সময় প্রতিপক্ষ
২৪ জুলাই বিকেল ৪টা গ্লাস্টারশায়ার
২৭ জুলাই সন্ধ্যা ৭টা হ্যাম্পশায়ার
৩০ জুলাই বিকেল ৪টা সামারসেট
২ আগস্ট সন্ধ্যা ৬.৩০টা কেন্ট।
বিডি-প্রতিদিন/২০ জুলাই, ২০১৬/মাহবুব