ইংল্যান্ডের কাউন্টিতে অংশ নিতে ঢাকা ত্যাগ করেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। মঙ্গলবার সকাল ১০টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি।
দীর্ঘ ১১ ঘণ্টা আকাশ ভ্রমণ করে স্থানীয় সময় বিকাল ৩টায় ইংল্যান্ডে পৌঁছানোর কথা মুস্তাফিজের। আগামীকাল বৃহস্পতিবার এসেক্সের বিপক্ষে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে সাসাক্সের হয়ে মাঠে নামবেন রহস্যময়ী এই পেসার। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়।
কাউন্টি খেলতে উড়াল দেওয়ার আগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুস্তাফিজ বলেন, শুধু ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ের বিষয় নয়। একজন খেলোয়াড়ের অনেক কিছুই শেখার আছে। আমি সব সময় শিখতে চাই।
বিডি-প্রতিদিন/২০ জুলাই, ২০১৬/মাহবুব