ইংলিশ কাউন্টি দল সাসেক্সের হয়ে খেলকে আজ বুধবার সকাল ১০টায় বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে উড়াল দিয়েছেন 'রহস্যময়' পেসার মুস্তাফিজুর রহমান। 'কাটার মাস্টার' খ্যাতি পাওয়া মুস্তাফিজ আসছেন এমন খবরে উচ্ছ্বসিত ক্লাব কর্তৃপক্ষ। ইংল্যান্ডে ন্যাটওয়েস্ট টি-২০ ব্লাস্ট ও দ্য রয়েল লন্ডন ওয়ানডে কাপে খেলবেন বাংলাদেশের উদীয়মান এই পেসার।
মুস্তাফিজকে পাওয়ার খবর পেয়ে গতকালই অবশ্য নিজেদের ফেসবুক পেজে উচ্ছ্বাসের কথা জানায় সাসেক্স। ফেসবুক স্ট্যাটাসে লেখা হয়, 'আগামীকাল (আজ বুধবার) মুস্তাফিজুর রহমান হোভে পৌঁছবেন। তাকে পাওয়ায় আমরা রোমাঞ্চিত। ন্যাটওয়েস্ট টি-২০ ব্লাস্টে চেমসফোর্ডে এসেক্সের বিপক্ষে ম্যাচকে সামনে রেখেই আসছেন তিনি। ন্যাটওয়েস্ট টি-২০ ব্লাস্ট ও দ্য রয়েল লন্ডন ওয়ানডে কাপে খেলবেন স্লোয়ার-কাটার মাস্টার।'
উভয় টুর্নামেন্টে মিলে মোট ৭টি ম্যাচ খেলবেন মুস্তাফিজুর রহমান। তবে দুই টুর্নামেন্টের কোনোটিতে সাসেক্স নকআউটে উঠলে আরও বেশি ম্যাচ খেলার সুযোগ পাবেন ২০ বছর বয়সী এই পেসার।
বিডি-প্রতিদিন/২০ জুলাই ২০১৬/শরীফ