গত এক বছরের হিসাবে ওয়েস্ট ইন্ডিজের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন মারলন স্যামুয়েলস। এছাড়া স্যামুয়েলস বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারও হয়েছে। দেশটির ক্রিকেট বোর্ড গত মঙ্গলবার অ্যান্টিগুয়ায় বর্ষসেরা ক্রিকেটারদের নাম ঘোষণা করে।
২০১৫ সালে স্যামুয়েলস ২২টি ওয়ানডে ম্যাচে ৮৫৯ রান করেছেন। এতে রয়েছে তিনটি সেঞ্চুরি। এছাড়া ঘরের মাঠে ত্রি-দেশীয় সিরিজে ৩৬.৮৫ গড়ে ২৫৮ রান করেছেন তিনি। যেটি ছিল অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন পর দ্বিতীয় সর্বোচ্চ স্কোর।
আর বর্ষসেরা টি-২০ ক্রিকেটার হয়েছেন ক্রিস গেইল, বর্ষসেরা টেস্ট ক্রিকেটার ড্যারেন ব্রাভো এবং বর্ষসেরা প্রমীলা ক্রিকেটার স্টেফানি টেইলর
বিডি-প্রতিদিন/২১ জুলাই ২০১৬/শরীফ