ইংল্যান্ডে পৌঁছে নিজের কাউন্টি ক্লাব সাসেক্সে যোগ দিয়েছেন মুস্তাফিজুর রহমান। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে নেমে সেদিনই সোজা হোভে সাসেক্সের ড্রেসিংরুমে চলে যান ‘কাটার মাস্টার’। তবে লন্ডনে বিশ্রামের খুব একটা সুযোগ মিলছে না বাঁহাতি এই পেসারের। কারণ আজ বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় এসেক্সের বিপক্ষে সাসেক্স শার্কসের হয়ে মাঠে নেমে পড়বেন আইপিএল কাঁপানো এই পেসার।
এরপর আগামীকাল শুক্রবার ওভালে টি-টোয়েন্টি ব্লাস্টে মুস্তাফিজদের প্রতিপক্ষ সারে। ২৪ জুলাই রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে প্রতিপক্ষ গ্লস্টারশায়ার, ২৭ জুলাই হ্যাম্পশায়ার। ২৮ জুলাই টি-টোয়েন্টি ব্লাস্টের গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ গ্ল্যামরগ্যান। ৩০ জুলাই ওয়ানডে কাপে প্রতিপক্ষ সমারসেট, ২ অগাস্ট কেন্ট।
প্রসঙ্গত, গত ২ মার্চ মুস্তাফিজের সঙ্গে চুক্তির খবর জানায় সাসেক্স। সূচি অনুযায়ী জুনের শুরুতে তার সাসেক্সে যোগ দেওয়ার কথা ছিল তার। কিন্তু মে মাসের শেষ দিকে আইপিএল থেকে হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে ফেরেন মুস্তাফিজ। সেই চোট কাটিয়ে বুধবার সকালে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন কাটার মাস্টার।
বিডি-প্রতিদিন/২১ জুলাই, ২০১৬/মাহবুব