বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও জাতীয় ক্রীড়া পরিষদের সহযোগিতায় শুক্রবার সকালে বাগেরহাটে অনুর্ধ্ব-১২ ক্রিকেট উৎসবের উদ্ধোধন করা হয়েছে। বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সরদার সেলিম আহম্মেদের সভাপতিত্বে 'ক্রিকেট ফর ডিসিপ্লিন' নামের এই ক্রিকেট উৎসবের উদ্ধোধন করেন বাগেরহাটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা সরদার ফারুক আহমেদ, হাদার আলী বাবু প্রমুখ।
এই ক্রিকেট উৎসবে বাগেরহাট জেলার অংশ গ্রহনকারি ১৬টি স্কুল দলের ছাত্র-ছাত্রীদের প্রত্যেককে জার্সি ও ক্যাপ প্রদান করা হয়েছে। উদ্ধোধনী দিনের খেলায় ৪টি স্কুল দল অংশ গ্রহন করে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ