বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে টাঙ্গাইল স্টেডিয়ামে অনুর্ধ্ব-১২ ক্রিকেট উৎসব শুরু হয়েছে। আজ শুক্রবার সকালে জাতীয় ক্রীড়া পরিষদের সহযোগিতায় ক্রিকেট খেলার উদ্বোধন করা হয়। টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি কাজী জাকেরুল মওলা এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ হাসান ফিরোজ, কার্যকরী সদস্য মইনুল হাসান লিন্টু, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সরদার আজাদ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টাঙ্গাইলের কোচ আরাফাত রহমান প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলার ৪টি টিমের অংশগ্রহণে খেলা শুরু হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ