স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগুয়ায় চলমান প্রথম টেস্টে ভারত ৮ উইকেটে ৫৬৬ রান তুলে তাদের প্রথম ইনিংস ঘোষণা করেছে। অধিনায়ক বিরাট কোহলির দ্বিশতক [২০০] ও স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের শতকের [১১৩] উপর ভর করে ভারত এত বড় সংগ্রহ গড়তে সক্ষম হয়। কোহলির এটা টেস্ট ক্যারিয়ারের প্রথম দ্বিশতক ও অশ্বিন তার দ্বিতীয় টেস্ট শতক পূর্ণ করেন। এছাড়া শিখর ধাওয়ান ৮৪ রান করেন।
এর আগে টসে জিতে ভারত প্রথম দিনে ৩০২ রান তুলে যা ওয়েস্ট ইন্ডিজে একদিনে সর্বোচ্চ সংগ্রহ। প্রথম দিনের ৪ উইকেটে ৩০২ রান নিয়ে দ্বিতীয় দিনে ২৬৪ রান যোগ করেই বিরাট কোহলি তাদের প্রথম ইনিংস ঘোষণা করেন। ভারতের প্রথম ইনিংসের ৮টি উইকেটের মধ্যে বিশু ও কার্লোস ব্রাথউইট ৩টি করে ও গ্যাব্রিয়েল ২টি উইকেট নেন।
ভারতের করা ৫৬৬ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ গতকাল দ্বিতীয় দিন শেষে ১ উইকেট হারিয়ে ৩১ রান তুলে। উইকেটটি নিয়েছেন ইশান্ত শর্মা।
আজ অ্যান্টিগুয়া টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হবে। ৩০ জুলাই থেকে জ্যামেইকায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট।
বিডি-প্রতিদিন/শরীফ