পর্তুগালকে প্রথমবারের মতো ইউরো জেতাতে দুর্দান্ত ভূমিকা রাখা ক্রিস্টিয়ানো রোনালদোর নামে একটি বিমানবন্দরের নামকরণ করা হয়েছে। রিয়াল মাদ্রিদ তারকার নিজ শহর ফানচালের বিমানবন্দরটিই এখন 'ক্রিশ্চিয়ানো রোনালদো' বিমানবন্দর।
সম্প্রতি ফ্রান্সে অনুষ্ঠিত ইউরো ২০১৬’র চ্যাম্পিয়ন হয় পর্তুগাল। টুর্নামেন্টে পর্তুগীজদের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকার রাখেন 'সিআর সেভেন'।
ফানচাল পর্তুগালের দ্বীপ মাদেরিয়ার রাজধানী। আর সেখানকার প্রেসিডেন্ট মিকুয়েল আলবুকুয়েরাকু সাবেক ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকারের নামে বিমানবন্দরের নতুন নামকরণের ব্যাপারটি নিশ্চিত করেন। যার নাম দেওয়া হয়েছে ‘ক্রিস্টিয়ানো রোনালদো এয়ারপোর্ট’।
এদিকে ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড ফানচালে হোটেল পেস্তানা সিআর সেভেনের উদ্বোধন করেন। পেস্তানার সঙ্গে যৌথভাবে হোটেলটির মালিক হলেন রিয়াল তারকা।
বিডি-প্রতিদিন/২৩ জুলাই, ২০১৬/মাহবুব