ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে পড়েছেন ভারতীয় ওপেনার মুরালি বিজয়। অ্যান্টিগায় প্রথম টেস্টে ক্যারিবীয় পেসার স্যানন গ্যাব্রিলের বলে আঙ্গুলে চোট পান ডান হাতি এই ওপেনার। ফলে জামাইকায় ২৬ বছর বয়সী এই ওপেনারের পরিবর্তে দ্বিতীয় টেস্টে সুযোগ পাচ্ছেন রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর উইকেটরক্ষক ব্যাটসম্যান লোকেশ রাহুল।
রাহুল এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে পাঁচটি টেস্ট খেলেছেন। যেখানে তার দুটি সেঞ্চুরি রয়েছে। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেই তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতেই তিন অঙ্কের দেখা পান। তবে দলে অন্য ওপেনাররা ভালো পারর্ফম করায় মাঠে নামার সুযোগ মিলছিল না তার।
এদিকে, চলমান সিরিজের প্রথম টেস্টে ক্যারিবীয়দের ইনিংস ও ৯২ রানে হারিয়েছিল ভারত। ওই ম্যাচে ডাবল সেঞ্চুরি করেন দলীয় অধিনায়ক বিরাট কোহলি। তবে প্রথম ইনিংসে সেঞ্চুরি ও দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন।
বিডি-প্রতিদিন/৩০ জুলাই, ২০১৬/মাহবুব