৪ ওভার বোলিং করে ক্যারিবীয় তারকা অ্যান্ডু রাসেল দিলেন ৬৪ রান। উইকেটও শূন্য। সেখানে সাকিব আল হাসান ৪ ওভারে দিলেন মাত্র ২৫ রান। পাশাপাশি মারমুখো জনসন চার্লসের উইকেট। তাই বলাই যায়, বোলিংটা মোটামুটি ভালোই করেছিলেন সাকিব। কিন্তু ব্যাটিংয়ে কি করলেন বিশ্বসেরা অলরাউন্ডার। ৮ নম্বরে ব্যাট করতে নেমে বলের মুখোমুখি হলেন মাত্র ১টি। আর ডেলোর্ন জনসনের ওই বলে শূন্য রানেই বোল্ড সাকিব। গত ম্যাচেও ১ বল খেলেই গোল্ডেন ডাক মেরেছিলেন।
সাকিবের ব্যর্থতার দিনে ১৪৩ রানে অলআউট হয়ে বড় ব্যবধানে হেরেছে জ্যামাইকা তালওয়াস। তবে শুধু সাকিব নয়, এদিন জুকসের ২০৬ রানের জবাব দিতে নেমে ব্যর্থ ক্রিস গেইল (১৩), কুমার সাঙ্গাকারাও (১৮)। অজি ক্রিকেটার অ্যালেক্স রস না থাকলে আরও বড় লজ্জায় পড়ত তালওয়াস। রস ২৩ করে ফিরেছেন। আন্দ্রে রাসেলের ব্যাট থেকে এসেছে ১২। এ ছাড়া বাকিদের কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। জুকসদের হয়ে ডেলোর্ন জনসন ৩০ রানের বিনিময়ে নিয়েছেন ৩ উইকেট। এছাড়া জেরম টেলর ৩৪ রানে নিয়েছেন ২ উইকেট।
এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নামা জুকসদের ব্যাটিং তাণ্ডবের মুখে পড়ে তালওয়াস। আন্দ্রে ফ্লেচারের ৭৪, জনসন চার্লসের ৫৯ আর শেন ওয়াটসনের ৪৩ রানের সুবাদে ২০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ২০৬ রানের বিশাল সংগ্রহ গড়ে জুকসরা। তবে বোলারদের ব্যর্থতার দিনে যথারীতি উজ্জ্বল ছিলেন সাকিব। ইনিংসের অষ্টম ওভারে বল করতে এসে রানের গতি কিছুটা টেনে ধরেন সাকিব। নিজের প্রথম দুই ওভারে ৭ রান দিয়ে তুলে নেন ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রান করা জনসন চার্লসের উইকেটটি। তবে পরের দুই ওভারে ১৮ দিয়ে বসেন সাকিব। তারপরও ৪ ওভার শেষে ২৫ রানে এক উইকেট।
প্রসঙ্গত, এদিন হারলেও সাকিবদের অবশ্য ক্ষতি হয়নি। আগেই ফাইনাল নিশ্চিত করেছে তারা। আজ একই দলের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে সাকিবের দল।
সূত্র: ইএসপিএন ক্রিকইনফো।
বিডি-প্রতিদিন/৩১ জুলাই, ২০১৬/মাহবুব