বাগেরহাটে 'সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ' প্রতিযোগিতা উদ্বোধন হয়েছে আজ রবিবার। সকালে বাগেরহাট শহরের মিঠা পুকুরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সুইমিং ফেডারেশন ও নৌবাহিনীর যৌথ উদ্যোগে এবং বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বাগেরহাট জেলায় প্রথমবারের মতো এই সাঁতারু প্রতিযোগিতার উদ্ধোধন করেন সমাজ কল্যাণ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজ্জাম্মেল হোসেন।
এই সাঁতারু প্রতিযোগিতার অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নৌবাহিনীর সাতার প্রতিযোগিতার টিম লিডার কমান্ডার এস এম মাহমুদুর রহমান (সি), লে. কমান্ডার এম নাঈমুল হক, লে. কমান্ডার এম নাহিদ হাসান, বিদেশি প্রশিক্ষক বেগুন পার্ক, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুনুল হাসান, বাংলাদেশ জাতীয় সাতারু দলের কোচ নারগিস আরা এ্যানি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সরদার সেলিম আহম্মেদ প্রমুখ। বাগেরহাট জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লাব ও ক্রীড়া সংস্থার তিন শতাধিক ছেলে মেয়ে এই প্রতিযোগিতায় অংশ নেয়।
বক্তারা বলেন, বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে বিশ্বে রোল মডেল হিসেবে পরিচিত। আমরা সাতারে স্বর্ণ জিতেছি। দেশকে আরও সামনে এগিয়ে নিতে প্রত্যন্ত এলাকায় লুকিয়ে থাকা প্রতিভাবান সাঁতারুদের খোঁজে যে উদ্যোগ নেওয়া হয়েছে তা প্রশংসনীয়।
অনুষ্ঠানে জানানো হয়, সারা দেশে ১৯ মে থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা আগামি ২ অক্টোবর শেষ হবে। প্রতিটি জেলা থেকে বয়স ভিত্তিক ৪টি গ্রুপের ছেলে মেয়েদের মধ্যে থেকে প্রাথমিকভাবে ২০জন করে বাছাই করা হবে। এদের মধ্য থেকে ৬০ জনকে জাতীয় সাঁতারু হিসেবে বাছাই করে তাদের প্রত্যেককে নগদ ৫ লাখ টাকা ও সদনপত্র প্রদানসহ প্রশিক্ষণ দেওয়া হবে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ