লিওনেল মেসি যত বড় মাপের ফুটবলারই হোন না কেন, তাকে শ্রেষ্ঠত্বের আসনে বসাতে রাজি নন সাবেক এসি মিলান ডিফেন্ডার এবং ইতালির কিংবদন্তী কোচ আরিগো সাচ্চি। তিনি মেসিকে কোন মতেই ম্যারাডোনার চেয়ে সেরা মানতে নারাজ। এমন কি তার মতে, ম্যারাডোনার মত ব্যক্তিত্বই নেই মেসির।
নিজের কোচিংয়ের সেরা সময়ে ফুটবলার ম্যারাডোনার মুখোমুখি হয়েছিলেন আরিগো সাচ্চি। এ কারণে তিনি জানেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই কিংবদন্তী কত বড় মাপের ফুটবলার ছিলেন। ম্যারাডোনার ব্যক্তিত্ব সম্পর্কেও ভালোভাবে জানা আছে সাচ্চির। সুতরাং, মেসিকে তার সময়ের প্রতিদ্বন্দ্বীর সঙ্গে কোন তুলনাই করতে রাজি নন সাবেক ইতালীয় এই কোচ।
আরিগো সাচ্চি বলেন, ‘বর্তমান সময়ে মেসি সেরা ফুটবলার ঠিক আছে। তবে আমার মতে তার মধ্যে ম্যারাডোনার ব্যক্তিত্বের অভাব রয়েছে। ম্যারাডোনা তো যে কোন জায়গায় খেলতে পারতেন। খেলেছেনও। স্পেন এবং ইতালিতেও তিনি ছিলেন চ্যাম্পিয়ন।’
এমনকি আলফ্রেডো ডি স্টেফানোর চেয়েও মেসিকে সেরা বলতে নারাজ সাচ্চি। তিনি বলেন, ‘ম্যারাডোনা এবং আলফ্রেডো ডি স্টেফানো হলেন আর্জেন্টিনার সর্বকালের দু'জন সেরা ফুটবলার। ম্যারাডোনার বিপক্ষে খেলা তো সবচেয়ে কঠিন কাজ ছিল। আমি তো তার চেয়ে আর কাউকে সেরা দেখি না। তিনি এমন কিছু করতে পারতেন, যা সচরাচর কোথাও দেখা যেতো না।’
বিডি প্রতিদিন/ ০১ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন