অলিম্পিক শুরু হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। আর এবারের অলিম্পিক শুরু হওয়ার আগেই রীতিমতো তারকা বনে গেছে নেপালের সাঁতারু গৌরিকা সিং! কারণ সেই এবারের রিও অলিম্পিকের সব চেয়ে কমবয়সী প্রতিযোগী। বয়স মাত্র ১৩ বছর।
ঠিক ১৩ বছর ২৫৫ দিনের গৌরিকা বলছে, 'এতে এত আনন্দ পাওয়ার কিছু নেই। আমি ছোট তাতে কী হয়েছে? আমাকে আনন্দ করতে গেলে পদকটা জিততে হবে।'
রাশিয়ার কাজানে বিশ্বচ্যাম্পিয়নশিপে চারটি পদক জিতেছে সে। গৌরিকা আশা অলিম্পিক থেকেও দেশের জন্য পদক জিতা।
বিডি প্রতিদিন/ ০২ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন