ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার চলমান ৪ টেস্ট সিরিজের তৃতীয় টেস্টে নিজেদের ফিরে পেতে মরিয়া বলে জানিয়েছেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ উল হক। বুধবার এজবাস্টনে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় টেস্টটি শুরু হবে। এর আগের দুই টেস্টের মধ্যে লর্ডসে পাকিস্তান এবং ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ড জয়ী হয়।
ওল্ড ট্রাফোর্ডে ৩৩০ রানে হারের পর এজবাস্টনে টপ অর্ডারে একটি পরিবর্তন আনসে পাকিস্তান। গত দুই টেস্টে ব্যর্থ ওপেনার শান মাকসুদের জায়গায় সুযোগ পাচ্ছেন মাত্র দুইটি টেস্ট খেলা সামি ইসলাম।
দ্বিতীয় টেস্টে বড় ব্যবধানের হারের পর কোচ মিকি আর্থার পাকিস্তান দলের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। সে সূত্র ধরে মিসবাহ বলেন, “আমি মনে করি কার রাগটা যুক্তিসঙ্গত। এমন হারে খেলোয়াড়রাও অখুশি। কারণ লর্ডস টেস্টের অসাধারণ পারফরমেন্সটা সেখানে ছিল না। তারপর আমরা এই টেস্টে ঘুরে দাঁড়াতে চাই।”
অবশ্যই ইংল্যান্ডকে কৃতিত্ব দিতে ভুলেননি পাকিস্তানি অধিনায়ক। তিনি বলেন, তারা আসলেই অনেক ভালো খেলেছে।
সূত্র: দ্য ডন
বিডি-প্রতিদিন/০৩ আগস্ট, ২০১৬/মাহবুব