১৯৯২ সালে বার্সেলোনায় শুরু। এরপর থেকে টানা সাতবার। বর্তমানে তিনি ওয়াশিংটনে টুর্নামেন্ট খেলতে ব্যস্ত। আগামী ৪ অাগস্ট পৌঁছবেন রিওতে। খবর এবেলা।
টানা সাতটি অলিম্পিক্সে নামতে চলেছেন ৪৩ বছরের তরুণ লিয়েন্ডার পেজ। লিয়েন্ডার পেজের বাবা ভেস পেজ ১৯৭২-এর মিউনিখ অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী ভারতীয় হকি দলের সদস্য। মঙ্গলবার মুম্বাই থেকে মোবাইল ফোনে তিনি জানান, আমাদের সময় থেকে ধরলেও এরকম ধারাবাহিকতা কারও মধ্যে দেখিনি। তিনি বলেন, দু’দিন আগে লিয়েন্ডারের সঙ্গে ফোনে কথা হল। জানাল, ওর ভাবনায় টোকিও অলিম্পিক্সেও নামার কথা! বলছিল, এখন থেকে ফিটনেস ট্রেনিং চালিয়ে গেলে মনে হয় টোকিওতেও নামা সম্ভব হবে।’’ অন্যরা যখন ভাবছে সপ্তম অলিম্পিক্সে নামাই আশ্চর্যের কীর্তি, লিয়েন্ডারের মাথায় টোকিওতে নামার কথা!
কিংবদন্তি এই ভারতীয় টেনিস খেলোয়াড় নিয়মিত সাইক্লিংয়ের সঙ্গে সাঁতার আর দূরপাল্লার দৌড়ের ট্রেনিং করেন। এগুলো করেন তিনি মনোবিদ জিম লো'র পরামর্শে। গত ২৬ বছর ধরে লিয়েন্ডারের সঙ্গে কাজ করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের এই মনোবিদ। আর ডেভ হারমেন। লিয়েন্ডারের এই ফিটনেস ট্রেইনার তাঁর সঙ্গে রয়েছেন গত ২৩ বছর! ফিটনেস ট্রেইনারই ফ্লরিডার হপম্যান অ্যাকাডেমির পুষ্টিবিদের পরামর্শে তৈরি করেন লিয়েন্ডারের ডায়েট। আটলান্টায় আন্দ্রে আগাসির কাছে হেরে ব্রোঞ্জ জয় এখনও পর্যন্ত অলিম্পিক্সে লিয়েন্ডারের সবচেয়ে মধুর স্মৃতি।
বিডি-প্রতিদিন/ ০৩ আগস্ট, ২০১৬/ আফরোজ