আয় কিংবা জনপ্রিয়তায় বরাবরই শীর্ষে মাস্টারব্লাস্টার শচীন টেন্ডুলকার। তাছাড়া ভারতীয় উপমহাদেশে ক্রিকেটারদের মতো এতো সুযোগ-সুবিধা অন্য খেলার ক্রীড়াবিদরা পান না। কিন্তু এবার সেই সেই শচীনকে নক আউট করে দিলেন বক্সার মেরি কম। শচীন রাজ্যসভায় নির্বাচিত হওয়ার পর কেটে গেছে চার বছর। রাজ্যসভায় তার অনিয়মিত হাজিরা দেওয়ার বিষয়টিও সমালোচিত হয়েছেন বহুবার। রাজ্যসভায় কোনো সমস্যা নিয়ে মুখ খুলতেও তিনি সময় নিয়েছেন প্রায় তিন বছর। অন্যদিকে, পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন মেরি কম নির্বাচিত হওয়ার তিন মাসের মধ্যেই সমস্যা নিয়ে প্রশ্ন তুলে ফেললেন রাজ্যসভায়।
আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় ভারতীয় প্রতিযোগীদের উপযুক্ত প্রশিক্ষণ ও খাবার নিয়ে মঙ্গলবার অলিম্পিক পদকজয়ী এই বক্সার বলেন, প্রতিযোগীদের সময় মতো খাবার দেওয়া দরকার। যে সময়ে তাঁরা খাবার পেয়ে থাকেন, তার কিছুক্ষণের মধ্যেই ম্যাচে নামতে হয় তাঁদের। এটা অনুচিত। মেরি কমের প্রশ্নের জবাবে ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল বলেন, এবারের রিও অলিম্পিক্সে ১১৯ জন অংশগ্রহণকারীর প্রত্যেকের জন্য ৩০ লক্ষ থেকে এক কোটি টাকা পর্যন্ত সরকার খরচ করেছে। পরবর্তী টোকিও অলিম্পিক্সের প্রস্ততিও শুরু হয়ে গেছে। প্রত্যেক ক্রীড়াবিদকে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলার জন্য সব রকম চেষ্টা করবে সরকার। সূত্র: এবেলা।
বিডি-প্রতিদিন/ ০৩ আগস্ট, ২০১৬/ আফরোজ