এবার মুস্তাফিজের কাঁধে অস্ত্রোপচারের পক্ষে মত দিলেন অর্থোপেডিক্স এবং স্পোর্টস সায়েন্সের বিশেষজ্ঞ সার্জন লেনার্ড ফাংক। মঙ্গলবার ম্যানচেস্টারের অ্যালডারলি রোডের উইমস্লো হাসপাতালের দ্য আর্ম ক্লিনিকে মুস্তাফিজের চোটের ধরন ও চোট সংশ্লিষ্ট রিপোর্ট পর্যালোচনা করে কাঁধের সার্জারিতে বিশেষজ্ঞ এই সার্জন এই অভিমত দেন। লন্ডনে মুস্তাফিজকে আতিথ্য দেওয়া সেন্ট পিটার্স কলেজ অব লন্ডনের অধ্যক্ষ এজিএম সাব্বির মুস্তাফিজের সঙ্গে অধ্যাপক ফাংকের কাছে গেলে তিনি এ মতামত প্রকাশ করেন। খবর বিডি নিউজের।
এজিএম সাব্বির জানান, অধ্যাপক ফাংকের অভিমত হচ্ছে মুস্তাফিজের কাঁধে অস্ত্রোপচার করাতে হবে। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে তার এই অভিমত পাঠিয়ে দেবেন। এর আগে আরেক বিশেষজ্ঞ সার্জন লন্ডন ব্রিজ হাসপাতালের অধ্যাপক টনি কোচারও সাসেক্সের হয়ে খেলতে গিয়ে চোট পাওয়া মুস্তাফিজের বাঁ কাঁধে অস্ত্রোপচারের পক্ষে মত দিয়েছেন।
সাব্বির আরও জানান, বিশেষজ্ঞদের মতামত পর্যালোচনা করে বিসিবি সিদ্ধান্ত নেবে কাকে দিয়ে মুস্তাফিজের কাঁধের অস্ত্রোপচার করানো হবে। তবে বিসিবি যদি অধ্যাপক ফাংককে দিয়ে অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নেয় তাহলে মুস্তাফিজকে বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। কারণ মুস্তাফিজের অস্ত্রোপাচারের জন্য অধ্যাপক ফাংক ২২ অগাস্টের আগে কোনো স্লট দিতে পারছেন না।
রাইটিংটন, উইগ্যান অ্যান্ড লি এনএইচএস ফাউন্ডেশনের রাইটিংটন হাসপাতালের অধ্যাপক ফাংক কাঁধ, কনুই ও ঊর্ধ্বাঙ্গের সার্জারিতে বিশেষজ্ঞ। কাঁধে ক্রীড়া বিষয়ক চোটের অর্থোপেডিক সার্জারিতে তিনি পারদর্শী। তিনি ম্যানচেস্টারের উইমস্লো হাসপাতালের দ্য আর্ম ক্লিনিকে প্রাইভেট রোগীদের দেখে থাকেন।
মুস্তাফিজের মনোবল চাঙ্গা রয়েছে বলে জানিয়ে সাব্বির বলেন, সে ভালোভাবেই জানে যে, অস্ত্রোপচার করানোর পর সে পুরোপুরি ফিট হয়ে আবার মাঠে নামতে পারবে। কিন্তু এরপরও মুস্তাফিজ যখন ভাবে যে অস্ত্রোপচার করানোর পর তিন থেকে ছয় মাস খেলতে পারবে না, তখন সে কিছুটা বিষণ্ন হয়ে পড়ে। তবে সার্বিকভাবে মুস্তাফিজ বেশ ভালোই আছে।
বিডি-প্রতিদিন/ ০৩ আগস্ট, ২০১৬/ আফরোজ