আর্জেন্টিনার ফুটবলের স্বার্থে যত দ্রুত সম্ভব বার্সেলোনার প্রাণভোমরাকে ফেরাতে হবে বলে জানালেন দেশটির বিশ্বকাপজয়ী তারকা হোর্হে ভালদানো।
জাতীয় দলের হয়ে চারটি ফাইনালে ব্যর্থতার দায় নিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দেন মেসি। তবে যে করেই হোক এই অভিমান ভাঙাতে হবে তাকে। এর জন্য গোটা জাতিকে এগিয়ে আসার আহ্বান জানালেন ভালদানো।
১৯৮৬ বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের সদস্য ভালদানো বলেন, ‘মেসি যখন বল স্পর্শ করে তখনই সে ম্যাচ জেতানোর দায়িত্ববোধ করে। এটা তার কাঁধে অনেক বড় চাপ হয়ে দাঁড়ায়। হতাশা কাটাতে আপনাকে সঠিক সময় বেছে নিতে সাহায্য করতে হবে। যত দ্রুত সম্ভব তাকে (জাতীয় দলে) ফেরাতে হবে।’
বিডি প্রতিদিন/ ০৩ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন