ফের জাতীয় দলের জার্সি গায়ে মাঠে ফিরছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি! এমনটাই দাবি করছে দেশটির প্রধান ক্রীড়া দৈনিক 'ওলে'।
ঐ দৈনিকটির খবর সূত্রে জানা যায়, ১ সেপ্টেম্বর উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচেই দেখা যাবে তাকে। এদিকে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, আর্জেন্টিনার নতুন কোচ এডগার্দো বাউজা মেসির সাথে এ ব্যাপারে কথা বলতে আগামী সপ্তাহে বার্সেলোনা যাচ্ছেন।
কোপা আমেরিকার ফাইনালে হারের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। এরপর দেশটির প্রেসিডেন্ট ও বিশ্বের কিংবদন্তি ফুটবলাররা তাকে সিদ্ধান্ত বদলের জন্য অনুরোধ করেন। কিন্তু এ ব্যাপারে কিছুই জানাননি মেসি। পরিবার নিয়ে চলে যান ছুটি কাটাতে। লম্বা ছুটির পর ফুরফুরে মেজাজে ফিরে আসেন মেসি।
এদিকে গোল ডট কম জানায়, অবসরের সিদ্ধান্ত নিয়ে নতুন করে ভাবছেন মেসি। তাই নতুন কোচের সাথে খোলামেলা কথা বলতে আগ্রহী তিনি। তাই ২৯ বছর বয়সী এই ফুটবল রাজপুত্রের সাথে কথা বলতে আগামী সপ্তাহে বার্সেলোনায় যাচ্ছেন বাউজা।
বিডি প্রতিদিন/০৫ আগষ্ট ২০১৬/হিমেল-০৮